তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলে প্রধান মন্ত্রীর উপহার ২য় ধাপে ৬৮ টি মাদ্রাসা শিক্ষর্থীদের মাঝে ১৬২ টি ট্যাব বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় বাউফল উপজেলা অডিটিয়ামে গৃহগননা ও জমশুমারী প্রকল্পের আওতায় ট্যাব গুলো বিতারন করা হয়। বিতারনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জনাব আসম ফিরোজ এম পি। উপজেলা নির্বাহি অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনন্য দের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ, মোঃ নাজমুল হক, মোঃআরিচুল হক,মরিয়াম আখতার নিসু প্রমূখ।