1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ ২৪
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ অপরাহ্ন

লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করলেন এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৮৮ বার পঠিত

জাহিদ দুলাল, লালমোহন 

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় লালমোহন উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। দেশের মৎস্যচাষীদের সরকার বিভিন্ন প্রনোদনা দিয়ে আসার কারণে মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ। দেশকে আরও মৎস্যসম্পদে সমৃদ্ধ ও দেশের পুষ্টি চাহিদা পূরণে দেশের মৎস্যচাষী, গবেষক ও সংশ্লিষ্ট সকলকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং মাছ হবে বাংলাদেশের ২য় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মারুফ হোসেন মিনার, মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

আলোচনার পর লালমোহন উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেণ এমপি শাওন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!