রফিক সাদী
ভোলার তজুমদ্দিনে তিনশত গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম আব্দুর রহীম। সে উপজেলার কেয়ামুল্যা গ্রামের জসিম হাওলাদারের ছেলে। ১৭ জুলাই বৃহস্পতিবার একদল পুলিশ চাঁদপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড দক্ষিণ কেয়ামূল্যা সংলগ্ন মেঘনা বাজার চৌরাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, আটককৃত আব্দুর রহিম (২২) দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই রিসাত হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গাঁজা বিক্রির সময় হাতে নাতে আটক করেন। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।