1. admin@dipkanthonews24.com : admin :
ভোলায় রাতের আঁধারে যুবকের উপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন

ভোলায় রাতের আঁধারে যুবকের উপর হামলা

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৮৭৮ বার পঠিত

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:

ভোলায় রাতের আঁধারে মো. রিয়াজ (২২) নামে এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২৬ জুলাই) দিনগত রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের নশু মুন্সির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন রিয়াজ রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের হারুন পাটোয়ারীর ছেলে।
অভিযুক্ত হামলাকারীরা হলেন- একই গ্রামের শহীদ মুন্সি ও তার ছেলে মো. সবুজ (২৫), মনির (২০), ও নাঈম (১৮)।
হামলার শিকার রিয়াজের অভিযোগ বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় দোকানদার কবিরের দোকান থেকে ফোনে টাকা রিচার্জ করে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। রিয়াজের পিঠে পাঁচটি সেলাই করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তাদের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় থানায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!