তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউপির ৩ নং ওয়াডের পূর্ব কালাইয়া এলাকায় এক বসত বাড়িত ডাকাতি হয়েছে । শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় ঘর থেকে র্স্বনালংকারসহ নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
গৃহকর্তী পারুল বেগম বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মুখোশপরিহিত ৬ জনের ডাকাত দল ঘরে ঢাকাতি করে। এসময় তিনি বারাদায় শুয়ে ছিলেন। ডাকাতদল ঘরে ঢুকেই প্রথমে নিজেদের ডাকাত পরিচয় দিয়ে তার গলার স্বর্নের চেইন, কানের দুল ও হাতের চুরি ছিনিয় নেয়। এরপড় মুল ঘর ঢুকে আলমিরা ভেঙে স্বর্নের তৈরী হাতের রুলিবালা, কানের ঝাপশা, আংটিসহ মূল্যবান সামগ্রী ও ব্যাগ থেকে নগদ ১লক্ষ ২০ হাজার টাকা নিয় যায়। এ সময় ঘরে কোন পুরুষ লোক ছিল না।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থে পুলিশ পাঠিয়ছি। এ বিষয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।###