ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
ভোলায় শশুড়বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মো. সবুজ হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার এসআই মো. জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সবুজ চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার উত্তর মায়া গ্রামের মো. আবদুল হকের ছেলে এবং এক সন্তানের জনক। তিনি চরফ্যাশন উপজেলায় এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানির এমপিও পদে কর্মরত ছিলেন। তার শশুড়বাড়ি বরিশাল জেলায়। স্ত্রী বরিশালের একটি হাসপাতালের নার্স। সকাল ৯টার দিকে শশুড়বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভেদুরিয়া লঞ্চঘাট থেকে একটি কাভার্ডভ্যানের পিছনে মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি। হঠাৎ কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নিহত সবুজের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।