1. admin@dipkanthonews24.com : admin :
চরফ্যাশনের মেঘনায় ঘূর্ণিঝড়ের কবলে ৫ ট্রলার ডুবে নিখোঁজ -৩২ - দ্বীপকন্ঠ নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন

চরফ্যাশনের মেঘনায় ঘূর্ণিঝড়ের কবলে ৫ ট্রলার ডুবে নিখোঁজ -৩২

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার পঠিত

জাহিদ দুলাল

ভোলা চরফ্যাশনের ঢাল চরের মেঘনায় তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে ৫টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে জেলে ট্রলারসহ ৩২ জেলে নিখোঁজ রয়েছে বলে ঢাল চর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার নিশ্চিত করেছেন বিষয়টি। মঙ্গলবার সকালে ও দুপুরে ঢাল চরের দক্ষিনে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সংবাদ লেখা পর্যন্ত জেলেদের উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে বলে ঢালচর ঘাটের জেলেরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে নিখোঁজ জেলেদের নাম পরিচয় জানা যায়নি। মৎস্য ঘাট সুত্রে জানায়, সকালে ঢাল চর ঘাটের মনির মাঝি , অসীম মাঝি , নুরুল ইসলাম মাঝি , জালাল মাঝিও সোহাগ মাঝির ৫ টি মাছ ধরার ট্রলার ৩২ মাঝি মাল্লা নিয়ে মেঘনায় মাছ শিকারে যান। নদীতে প্রবল বাতাস ও তীব্র ঢেউয়ের তোড়ে ৩২ মাঝি মাল্লা নিয়ে ট্রলার গুলো ডুবে যায়। ঢেউয়ের তোড়ে জেলেদের নিয়ে ট্রলার গুলো ডুবে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে একাধিক ট্রলার দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বলেন, সকালে ঢাল চরের উপকূলবর্তী মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৫ টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঘাটের জেলেদের সহযোগিতায় নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন,ঢালচরের সংলগ্ন এলাকায় জেলেসহ ট্রলার ডুবির খবর শুনেছি। ট্রলার ডুবির ঘটনায় জেলেদের কে উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে অবহিত করা হয়েছে। কচ্ছপিয়া জোনের কোষ্টগার্ড কন্ট্র্রিনজেন্ট কমান্ডার মো. শামীম মিয়া বলেন, ঘটনায় কোষ্টগার্ডের উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!