রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং মালেকাবানু স্কুলের সামনে ঈগল পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরায় ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার বিপ্লব অধিকারী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি।
তিনি জানান, শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঈগল পরিবহনের বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের কাউন্টার ম্যানেজার বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই রাত পৌনে ৯টার দিকে ঈগল পরিবহনের চালক মো. নুর ইসলাম (৩২), চালকের সহকারী মো. রিপন হোসেন (২২) বাসটি উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে আকাশ প্লাজার সামনে পাকা রাস্তার ওপর রেখে খাওয়ার জন্য হোটেলে যান। এ সময় চালকের সহকারী বাসের মেইন গেইট লাগিয়ে পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, আমি চিৎকার শুনে কাউন্টার থেকে বাইরে গিয়ে দেখি বিএনপি ও তার অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ জন দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমায় সজ্জিত হয়ে ঈগল পরিবহনের বাসের কাছে আসে এবং কয়েকটি পেট্রোল বোমা জানালা দিয়ে বাসের ভেতরে নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে বাসের ভেতরে আগুন ধরে যায়। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ও ঘটনাস্থল এলাকায় দায়িত্বরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের যন্ত্রাংশসহ মোট ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।