পাথরঘাটা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মোঃ মুজিবুর রহমান কালু। ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবীব এর সঞ্চালনায় অভিভাবকদের মধ্যে কলেজের শিক্ষার মানোন্নয়নে সুচিন্তিত মতামত প্রদান করে বক্তব্য রাখেন পাথরঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি, সাবেক সম্পাদক মোঃ জাফর ইকবাল, প্রধান শিক্ষক মোঃ মাসুদ মিয়া, বাসুদেব শীল, বিভূতি ভূষণ হাওলাদার,শ্যামলচন্দ্র মিস্ত্রী, জাফর খান, বশিরুল আমীন ও নাসির উদ্দিন প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর সানজানা আরফিন মীম, মোঃ তালহা মাজহার ও শাহিদাতুল ইসলাম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রব, মোঃ জাইদুর রহমান এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আহসান হাবীব লাকী, সহকারী আধ্যাপক চন্দ্র শেখর স্বর্নকার, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল হক। অভিভাবকরা তাঁদের বক্তব্যে শ্রেণী কক্ষে শিক্ষক -শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা, ইংরেজি ক্লাসের ওপর জোর দেয়া ও উপাধ্যক্ষের শূন্য পদে অবিলম্বে নিয়োগ দেয়ার দাবি সহ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এসময়ে সাংবাদিক জাফর ইকবাল বলেন দেশে শিক্ষার হার বাড়লেও সুশিক্ষার অভাব আছে। তিনি বলেন আমরা অভিভাবকরা বুকভরা আশা নিয়ে সন্তানদের বিদ্যালয় পাঠাই মানু্ষ করার জন্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের সন্তানদের মানুষের মত মানুষ করবেন। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মহসীন কবির শিক্ষার মানোন্নয়নে সম্ভাব্য সবকিছু বাস্তবায়ন করার আশ্বাস দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন