তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে মার্কে্টাইলে ব্যাংকের বিশেষ সি এস আর ফান্ডের আওতায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ ( চাষের ট্রাকটর) বিতরন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় কালাইয়া সাহেদা গফুর হাসপাতালের মাঠে প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফিরোজ আলম বাউফলের ৫ টি ইউনিয়নের ৫ জন কৃষকদের মাঝে কৃষি কাজে ব্যাবহারের চাষের ট্রাকটর বিতরন করেন।
এসময় বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোঃসফরুজ্জামান খান, মোঃ মতিউল হাসান, মোঃআবদুল হামিদ সোহাগ, মোঃজাহাঙ্গীর হোসেন প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকার, কৃষক, জন প্রতিনিধি,সহ ভিবিন্ন শ্রেনী পেশার কয়েক শত লোকজন।