মোঃ সানাউল্লাহ, বরগুনা
বরগুনা সদর উপজেলার পূর্ব গুদিঘাটা গ্রামের মো. ইলিয়াস পহলান (৩০) ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা ও এক নারী গুরুতর জখম করেছে। নিহত দুই শিশু হাফিজুর (১৩) ও তাইফা (৩)।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান।
তিনি আরো বলেন, আয়লা-পাতাকাটা ইউনিয়নের কেওড়াবুুনিয়া গ্রামের আবু পহলানের ছেলে অভিযুক্ত ইলিয়াস পহলান (৩০) কে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া এলাকায় গিয়ে এ ঘটনা ঘটায় ইলিয়াস। এ ছাড়া আহত নারী রিগান (৩০) কে কুপিয়ে জখম করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম বলেন, খবর শুনে ঘটনা স্থলে পুলিশ গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, শালিকে ধর্ষণ করতে ব্যর্থ হওয়ায় তার পাশে থাকা নিজের সন্তান ও তেরো বছরের ভাইয়ের সন্তানকে কুপিয়ে হত্যা করেছে এবং নারীকে আহত গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যেই এই ঘটনার মাস্টার মাইন্ড অভিযুক্ত ইলিয়াস পহলানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।