1. admin@dipkanthonews24.com : admin :
ভোলা- লক্ষ্মীপুর রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ - দ্বীপকন্ঠ নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন

ভোলা- লক্ষ্মীপুর রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ

ইব্রাহীম আকতার আকাশ , ভোলা
  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১০৫ বার পঠিত

ইব্রাহীম আকতার আকাশ , ভোলা

বৈরী আবহাওয়া ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত থাকায় ভোলা-চরফ্যাশন ও ভোলা-লক্ষ্মীপুর রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ।

সোমবার (৭ আগস্ট) সকালে বিআইডব্লিউটিএ এর ভোলা নদীবন্দর কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈরী আবহাওয়া ও উপকূলীয় এলাকায় সতর্কসংকেত থাকায় নদী ও সাগর মোহনা উত্তাল রয়েছে। নিরাপত্তার কারণে ভোলার মনপুরা-ঢাকা ও ভোলা সদর উপজেলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী রুটের সব লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই রুটের সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ইলিশা-ঢাকা ও ইলিশা-লক্ষ্মীপুর রুটে নিয়মানুযায়ী লঞ্চ ও ফেরি চলছে।

এদিকে সাগরে সতর্কসংকেত ও বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এখনও চলছে। উত্তাল রয়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!