1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ ২৪
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন

লালমোহনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২০৮ বার পঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়কের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, দেশমাতা বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে সব সময় বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছে এবং তিনি সেভাবে’ই দেশের কল্যাণে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা’ই বঙ্গবন্ধুর হাতে হাত রেখে সাধারণ মানুষের জন্য লড়ে গেছেন। বাঙালির মুক্তির জন্য সব সময় বঙ্গমাতা বঙ্গবন্ধুর উপর ভরশা রেখেছেন। তাইতো যুদ্ধের পরেও বঙ্গবন্ধু রাষ্ট্রক্ষমতার প্রধান হয়েও সাদামাটা জীবন যাপন করতেন। আজ জননেত্রী শেখ হাসিনাও তার বাবার মত বাঙালির মুক্তির জন্য সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি মোঃ আঃ মালেক,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!