তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
সারাদেশে একযোগে ২২১০১ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তান্তরের শুভ উদ্বোধন করেন সেই ধারাবাহিকতায় বাউফলে ২১৭ টি ঘর হস্তান্তর করা হয়েছে। সকাল ১০ টায় বাউফল উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে জেলা প্রসাশক মোঃনুর কুতুবুল আলম উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমির দলিল ও ঘরের যাবতীয় কাগজপত্র হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বহী অফিসার মোঃ বশির গাজী, মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আখতার নিসু,মোঃ সমছুল আলম ও ভিবিন্ন সরকারী কর্মকর্তা,চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক এবং ভিবিন্ন শ্রেনীপেশার লোকজন।