বরিশালে ডোবায় পড়ে থাকা পরিত্যক্ত ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নগরীর বাঘিয়া এলাকার পার্শ্ববর্তী বিসিক শিল্পনগরীর সীমানা প্রাচীরের মধ্যে থাকা একটি ডোবায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্কুল শেষ করে বাড়িতে আসে ছয় বছর বয়সী দুই শিশু দ্বিনিয়া ও খাদিজা। খাওয়া-দাওয়া শেষ করে পাশের বিসিক মাঠে খেলতে যায় তারা। সেখানে ডোবায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ফুটবল তুলতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।