প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৩, ৬:৩৩ পি.এম
পাথরঘাটায় আন্তর্জাতিক যুব দিবস পালিত
মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা
“কৈশোরকালীন স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে সেবাদানকারীদের জবাবহিদিতা তৈরি” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৩ আগস্ট) সংকল্প ট্রাস্ট ও তারুণ্যের কন্ঠস্বর-প্লাটফর্ম এর যৌথভাবে আয়োজনে সংকল্প ট্রাস্ট এর অডিটরিয়ামে দুপুর ১ টার পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংকল্প ট্রাস্ট এর নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ এর সভাপতিত্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কবির আহমেদ, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রভাষক আহসান হাবীব লাকি, সাবেক কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশি, সাংবাদিক অমল তালুকদার, শফিকুল ইসলাম খোকন, ইমরান হোসাইন, এএসএম জসিম ও সংকল্প ট্রাস্টের পরিচালক মনিরুজ্জামান হিরু প্রমুখ।
এ সময় বক্তারা তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিশ্চিত করণসহ আগামীর বিশ্বের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
Copyright © 2024 দ্বীপকন্ঠ নিউজ. All rights reserved.