ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
অনেক স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে ভাগ্যের চাকা ঘোরাবে। এগোচ্ছিলেনও সেভাবেই। আসছে ১৮ আগষ্ট দেশ ত্যাগ করার কথা ছিল তার। তাই সবকিছু গুছিয়ে নিয়েছেন। বাকি ছিল মায়ের রুমে বৈদ্যুতিক লাইন টানার কাজ। সেজন্য আজ রোববার (১৩ আগষ্ট) সকালে মায়ের রুমে বৈদ্যুতিক লাইন টানতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পরপারে চলে গেলেন সজীব। বিমানে চড়ে আকাশে উড়ে প্রবাসে না গিয়ে চলে গেলেন অন্ধকার করবে।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. রেজাউল ইসলাম রাজীব সজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সজীব ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের পল্লী চিকিৎসক মো. হারিস হোসেনের ছেলে।
সজীবের বাবা ঢাকা মেইলকে জানান, সজীব ওমান যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ১৮ আগষ্ট একটি ফ্লাইটে সে ওমান যাওয়ার কথা ছিল। সবকিছু গুছিয়ে রাখা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সজীব তার মায়ের শয়নকক্ষে বৈদ্যুতিক লাইন টানতে যায়। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সজীব ঘটনাস্থলেই মারা যায়।
তার এমন আকস্মিক মৃত্যুতে দেউলা শিবপুর গ্রামে চলছে শোকের মাতম।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. রেজাউল ইসলাম রাজীব জানান, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। অনেক আশা ছিল সজীব বিদেশ গিয়ে টাকা কামিয়ে দেশে পাঠাবে। কিন্তু তার সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে সজীবের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।