1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে এক ভাইকে কুপিয়ে জখম করলো ৩ ভাই - দ্বীপকন্ঠ নিউজ ২৪
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০১:০১ অপরাহ্ন

লালমোহনে এক ভাইকে কুপিয়ে জখম করলো ৩ ভাই

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

জাহিদ দুলাল, লালমোহন 

লালমোহনে পারিবারিক বিরোধের জের ধরে ৩ ভাই মিলে অপর এক ভাই মো. মোক্তার কে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার আসরবাদ উপজেলা বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের ইউসুপ মৃধার পোল এলাকার আক্তার মৃধার দোকানে এ ঘটনা ঘটে। ওই এলাকার ইউসুপ মেম্বার জানান, মোক্তার আমার ভগ্নিপতি। রবিবার আসরবাদ সে তার নিজের বাগানের সুপারি (টাক) লাগানোর পর মৃধার পোল আক্তারের দোকানে এসে বসে। কিছুক্ষণ পর মোক্তারের তিন ভাই নজরুল, ধলু ও নাসির দেশীয় অস্ত্র দা, ছোড়া ও চাকু নিয়ে মোক্তারের উপর আক্রমন করেন। আক্রমনে মোক্তারের মাথায় কোপ সহ পিটিয়ে জখম করা হয়। ওই সময় দোকানদারসহ সকলে চিৎকার করলে তারা গুরুতর আহত মোক্তারকে রেখে চলে যায়। পরে এলাকাবাসী দ্রæত মোক্তারকে লালমোহন হাসপাতালে নিয়ে আসে। লালমোহন হাসপাতালে চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ার কারণে মোক্তারকে ভোলায় রেফার্ড করা হয়। ইউসুপ মেম্বার আরো জানান এ ঘটনার ব্যাপারে মামলা করা হবে। যা প্রক্রিয়াধীন।

এই ঘটনায় অভিযুক্ত নজরুলের মোবাইলে কল করে সাংবাদিক পরিচয় জানতে পেরে লাইন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন। এরপর মোবাইলে বারবার কল কথা হলে বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!