1. admin@dipkanthonews24.com : admin :
বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ ২৪
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন

বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার পঠিত

জাহিদ দুলাল, লালমোহন  

ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের অন্ত:ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসার নিজস্ব মাঠে খেলা শুরুর পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা মতিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় খেলা ও বিভিন্ন বিষয় সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. ছালেহ উদ্দিন, শিক্ষক মাওলানা মো. আসাদুল্যাহ, আব্দুল মান্নান লিটন, মো. মাহবুবুর রহমান, মাওলানা এমরান হোসেন ও জাহিদুল ইসলাম প্রমূখ।

ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় দশম শ্রেণি বনাম অষ্টম শ্রেণির মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল দিতে না পারায় অতিরিক্ত সময়ে দুই দলই এক এক করে গোল প্রদান করে। অতিরিক্ত সময়ে দুই দলই সমান গোল করার কারণে খেলা টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। এতে দশম শ্রেণি ৫ গোল এবং অষ্টম শ্রেণি ৪ গোল প্রদান করেন। ফলে দশম শ্রেণি বিজয় ও চ্যাম্পিয়ন হয়। অষ্টম শ্রেণি রানার্সআপ হয়। এছাড়া পূর্বেই সপ্তম শ্রেণি তৃতীয় স্থান অর্জণ করে। খেলা শেষে বিজয়ী দলকে ট্রপি কাপ তুলে দেন প্রতিষ্ঠান প্রদানসহ সহকারী শিক্ষকমন্ডলী। রানার্সআপ ও তৃতীয় স্থান নির্ধারন করা দলকেও কাপ তুলে দেয়া হয়। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ ট্রপি অর্জণ করেন দশম শেণির শিক্ষার্থী মো. নাহিদ এবং ম্যান অবদ্যা সিরিজ ট্রপি অর্জন করে ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. সোহাগ। ফাইনাল খেলা পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান লিটন এবং তাকে সহায়তা করেন জাহিদুল ইসলাম ও রিয়াদ উদ্দিন রাসেল।

উল্লেখ্য গত ২৩ জুলাই রবিবার মাদ্রাসার শ্রেণি ভিত্তিক শিক্ষার্থীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে সোমবার (১৪ আগষ্ট) ফাইনাল খেলার মাধ্যমে খেলা শেষ করা হয়।            

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!