তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
বিএনপির চেয়ারপার্সন দেশনত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি,দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মীনি ডাঃ জোবায়েদা রহমানের বিরুদ্ধ আদালতের ফরমায়শি রায় সাজা দেয়ার প্রতিবাদ এবং বিএনপির জাতীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর বাউফলে প্রতিবাদ সভা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টায় ধূলিয়া ইউনিয়নের রাবাই বাজার এলাকার চেয়ারম্যান বাড়ীর একটি বাসভবন এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এত বক্তব্য রাখন সড়ক পরিবহন শ্রমিকদলর কদ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম মধা।অন্যান্যদর মধ্য বক্তব্য রাখন ধূলিয়া ইউনিয়নর ছাত্রদলনতা সাবির হাসন,জিহাদ হাসন,মাশরাফি বিন মর্তুজা, ধূলিয়া ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডর সদস্য সচিব মোঃ সোহরাব খান,উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহায়ক আলী ইমাম খান ও ধূলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা। পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত শেষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী একটি মশাল মিছিল বর করেন। মিছিলটি প্রায় দুই কিলামিটার পথ ঘুর রাবাই বাজারের দক্ষিন পাশে বালুর মাঠে গিয়ে শেষ হয়। সেখানও বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম মধা। ###