জাহিদ দুলাল, লালমোহন
ভোলার লালমোহনে পানিতে ডুবে জোবাইদা নামের ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চতলা গ্রামের কারী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ির মো. আরজুর মেয়ে। নিহত জোবাইদার চাচাতো ভাই শাহাদাত জানান, দুপুরের দিকে উঠোনে খেলতে খেলতে ঘরের সামনে পুকুরে পড়ে যায় সে। তার মা রুমা বেগম তখন ঘরে কাজ করছিল। কিছুক্ষণ পর জোবাইদাকে দেখতে না পেয়ে তার মা খোজ শুরু করতে করতে পুকুরের দিকে গেলে দেখে জোবাইদা পুকুরের মধ্যে ভেসে রয়েছে। তখন চিৎকার দিয়ে পুকুর থেকে জোবাইদাকে উঠাইলে প্রতিবেশিরা দ্রæত তাকে লালমোহন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জোবাইদাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, পানিতে ডুবে মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।