তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলের ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রতান্ত আঞ্চলে জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় ও আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরতে ফিরোজ খাননুন ফরাজির মটর সাইকেল শোভাযাত্রা করেছ। বুধবার সকালে শতাদিক মটর সাইকেল নিয়ে কালীশুরী থেকে নুরাইনপুর, নাজিরপুর,বাউফল, কালাইয়া, নওমালা, আদাবারিয়া, বগা, কনকদিয়া, কাছিপাড়া, ধুলিয়া সহ প্রতিটি হাট বাজারে পথ সভা করেন। এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের সুখী সমৃদ্ধ করেতে নিরলসভাবে কাজ করেন। জনগণ ভালো থাকলে জননেত্রী শেখ হাসিনা ভালো থাকেন। পদ্মা সেতু,মেট্রোরেল, পায়রা সমুদ্র বন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রাস্তা ঘাট,ব্রিজ, বিধবা ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ ভিবিন্ন উন্নয়ন মূলক কাজের কথা বলে জনগনের মধ্যে লিফলেট বিতরণ করেন ও নৌকার পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে জনগণকে আহবান জানান। ###