তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউপির গোপালিয়া এলাকায় গত ২২ আগস্ট লোহালিয়া নদীগর্বে ২০ টি ঘর বিলীন হয়ে যায়। ভাঙ্গন কবলিত লোকজনদের তৎক্ষনিত মোঃ শিল্পপতি হাসিব আলম তালুকদারে পক্ষ থেকে এান সামগ্রী বিতরন করা হয়।
বুধবার বিকালে চাল,ডাল,তেল,নুন,আটা,হলুদ, মরিচ, পিয়াজ,রসুন, আলু সহ ভিবিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন প্রতিনিধিরা।