1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহন পোস্ট অফিসের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে লাইফবয়া বিতরণী কার্যক্রম পরিদর্শন পটুয়াখালী -২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা মনপুরায় মোকাদ্দেছা-কাশেম ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান বরগুনায় কুকুর হত্যার অভিযোগে তিনজনের নামে আদালতে মামলা এমপি শাওনকে বরন করতে নাগরিক সংবর্ধনায় জনতার ঢল বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল লালমোহনে এমপি শাওনকে নাগরিক সংবর্ধনা সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতীর কল্যাণে এগিয়ে আসবে- অধ্যক্ষ আবুল হাশেম মহাজন মনপুরায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত উপকুলীয় এলাকায় দুর্যোগ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালমোহন পোস্ট অফিসের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৭২ বার পঠিত

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহন পোস্ট অফিসে সঞ্চয়পত্র, ফিক্সড একাউন্ট, সেভিংস একাউন্টের কাঙ্খিত সেবা মিলছেনা। জেলার বিভিন্ন উপজেলা পোস্ট অফিসগুলোতে এসব সেবা থাকলেও লালমোহন পোস্ট অফিসে এসব সেবা বন্ধ প্রায় আড়াই বছর। ফলে সঞ্চয়পত্র, ফিক্সড ও সেভিংস একাউন্টের সেবা পেতে ভোলা জেলা সদরের পোস্ট অফিসে যেতে হয় এ এলাকার গ্রাহকদের। যা নিয়ে রীতিমতো বিপাকে সেবাপ্রার্থী এসব গ্রাহকরা।

লালমোহন পোস্ট অফিস সুত্রে জানা যায়, এনালগ পদ্ধতি (কাগজে-কলমে) থাকাকালীন সঞ্চয়পত্র, ফিক্সড একাউন্ট, সেভিংস একাউন্টের সেবা ছিল এ পোস্ট অফিসে। তবে ২০২১ সালের জুনের পর থেকে তা বন্ধ রয়েছে।
সঞ্চয়পত্রের জন্য লালমোহন পোস্ট অফিসে এসেছিলেন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর গ্রামের শাহীন ও মোস্তাক। তারা জানান, এখানে সঞ্চয়পত্রের সেবা মিলছে না। এতদূরে ভোলায় যাওয়া আসাও অনেক সময়ের ব্যাপার। সেবাটা এখানে হলেই সকলের জন্য ভালো হতো। সঞ্চয়পত্র, ফিক্সড একাউন্ট, সেভিংস একাউন্টের সেবা পেতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার থেকে মো. মোস্তফা, পৌর শহরের আলমসহ আরও কয়েকজন সেবা না পেয়ে ফিরে গেছেন। এভাবে প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।

লালমোহন পোস্ট অফিসের পোস্ট মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, সঞ্চয়পত্র, সেভিংস ও ফিক্সড একাউন্ট সেবাগুলো বর্তমানে অনলাইনে। তবে সেটা আমাদের এখানে এখনো চালু হয়নি। সেবাগুলো চালু করার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মনজুরুল আলম বলেন, উপজেলা পর্যায়ে সঞ্চয়পত্র, ফিক্সড একাউন্ট, সেভিংস একাউন্টের সেবা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!