ভোলার তজুমদ্দিনে কৃষকদের মাঝে কৃষক প্রশিক্ষণ প্রদর্শনী উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলা কৃষি অফিস তজুমদ্দিন ভোলার আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়,ক্রম বর্ধমান খাদ্য চাহিদা পূরণের জন্য শস্যবিন্যাশ পরিবর্তনের মাধ্যমে এক ফসলি জমিকে দুই ফসলি ও দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করে শ্যসের নিবিড়তা বৃদ্ধি করণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির আধুনিক কলাকৌশল বিষয় ও রাস্তার পাশের অনাবাদী জমিতে সবজি চাষসহ অন্যান্য পতিত জমিকে আবাদের আওতায় আনার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও রোপা আমন ধানের ফলন বৃদ্ধির পদ্ধতি, কুল চাষ, কুমড়া জাতীয় সবজি( লাউ,মিষ্টি কুমড়া, করলা, ধুন্দল, চিচিংগা ইত্যাদি) চাষ বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণে ৬০ জন কৃষককে প্রদর্শনীর আওতায় উন্নতজাতের বীজ, সার, সাইনোর্ডসহ অন্যান্য কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। এবং প্রশিক্ষণ শেষে প্রদর্শনীভূক্ত ৬০ জন কৃষকের মাঝে উন্নতমানের বীজ, আম ও কুলের চারা, জৈব ও রাসায়নিক সার, মাচা তৈরির নেট/সুতা, সাইনবোর্ডসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। রোপা আমন ধান প্রদর্শনী ১০ টি, রাস্তার ধারে সবজি চাষ প্রদর্শনী ২৫ টি, কুমড়াজাতীয় সবজি চাষ প্রদর্শনী ১০ টি, কুল বাগান প্রদর্শনী ৫ টি, কম্পোস্ট সার উৎপাদন প্রদর্শনী ১০টি সহ মোট ৬০ টি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। প্রশিক্ষণ ও প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিএই, ভোলার উপপরিচালক কৃষিবিদ মো: হাসান ওয়ারিসুল কবির, তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার শুভ দেবনাথ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা ও উপসহকারী কৃষি অফিসার । এসময় বক্তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি করতে হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা বলেন,কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য টেকসই ও লাভজনক কৃষি প্রযুক্তি বিষয়ে এ ধরণের প্রশিক্ষণ এবং কৃষি উপকরণ বিতরণ অব্যাহত থাকবে।