1. admin@dipkanthonews24.com : admin :
চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত - দ্বীপকন্ঠ নিউজ ২৪
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০১:১২ অপরাহ্ন

চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

রুবেল আশরাফুল , চরফ্যাশন 
  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

রুবেল আশরাফুল , চরফ্যাশন

আজ  ১সেপ্টেম্বার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকি । ১৯৭৮সালের রমনা গ্রিনে এক সম্মেলনে তৎকালীন রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে চরফ্যাশন বিএনপি সাবেক সংসদ নাজিম উদ্দিন আলমের বাস ভবনে ঘরোয়া পরিবেশে কেক কেটে আলাচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকি পালন করেন। দলের সিনিয়র সহ-সভাপতি হাজী আমিনুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ গ্রহণ করেন সাধারন সম্পাদক আলহাজ্ব আলমগীর হোসেন মালতিয়া,পৌর বিএনপি সম্পাদক খারুলইসলাম,যুবদল সভাপতি আশ্ররাফুর রহমান দিপু ফরাজী,সামছুদ্দিন কাউছ ,যুবনেতা শহীদুল ইসলাম দুলাল, শ্রমিকনেতা আজাদ , মীর ছায়েদ ,হাবিব নেগাবান ,আলী মুতুজা  ওলামা দলের সভাপতি মাওঃ মহিবুল্যাহ প্রমূখ্য।
সভায় বক্তরা বলেন , বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শের দেশের বৃহত্তর রাজনৈতিক দল। দেশের সকল সংকটে বিএনপির গৌরবময় ভূমিকা রয়েছে।জনগণের পাশে থেকে দলটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে।
এ দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পেতে আন্দোলন চলছে। নিন্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগন রাজপথের ফায়সালায় সমর্থন জানাচ্ছে।তাই যতই টালবাহানা করা হোক না কেন বিএনপিকে রেখে এদেশে কোন নির্বাচন হতে পারে না। দেশবাসী আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদের পতন সুনিশ্চিত ইনশাআল্লাহ । পরে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার রুহের মফরাত কামনা করেন এবং আগামী দিনে বেগম খালেদাজিয়ার নেতৃত্বে তত্বাবধায়ক সরকারের দাবী আদায় করে আগামী নির্বাচনে বিএনপিকে  রাষ্ট্রিয় ক্ষমতায় বসানোর অঙ্গিকার করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!