ভোলার লালমোহনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মো. নূর ইসলাম নামে ৬৫ বছর বয়সী এ বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, ওই বৃদ্ধ তার বসতঘরের অপর পাশে অবস্থিত চায়ের দোকান থেকে নিজ ঘরে যাচ্ছিলেন। এ সময় বাহাদুর চৌমুহনি টু মাদরাসা বাজার সড়কটি পাড় হতে গেলে দ্রæত গতির রেজিষ্ট্রেশন বিহীন একটি দ্রæত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। বিষয়টি দেখে স্থানীয়রা বৃদ্ধ নূর ইসলামকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃদ্ধ নূর ইসলামকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্স যোগে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে কুঞ্জেরহাট এলাকায় মারা যান ওই বৃদ্ধ।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।