ভোলার লালমোহনে ছোট ভাইকে মারধর করে একলক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (৩০ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুগঞ্জ এলাকার কাদের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই মো. জোটনের বিরুদ্ধে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন ছোট ভাই মো. রুবেল। রুবেল ও জোটন ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। ভুক্তভোগী মো. রুবেল বলেন, তার আরেক ভাই জাকিরের কাছ থেকে একলক্ষ টাকা পাওনা ছিলেন তিনি। গত বুধবার দুপুরে তাকে খবর দিয়ে বাসায় ডেকে ওই টাকা বুঝিয়ে দেন জাকির। টাকা নিয়ে নিজ বাসায় রওয়ানা দিলে পথিমধ্যে জোটন, তার ছেলে সুমন ও রুমনসহ কয়েকজন মিলে রুবেলকে মারধর করে ওই টাকা ছিনিয়ে নেন। তিনি আরো বলেন, জোটন এলাকায় চুরিচামারি করে বেড়ায়। সে একাধিক চুরি মামলার আসামি এবং জেলও খেটেছে। জোটনের এসব অপকর্মে বাঁধা দেওয়ায় নিজেই মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। রুবেলকে মারধর ও টাকা ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন অভিযুক্ত মো. জোটন। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার এসআই মো. মাহবুব জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তাদের পারিবারিক দ্বন্দ্ব। এ ঘটনায় আরো তদন্ত চলমান রয়েছে। ছবির ক্যাপশন: লালমোহনে আপন বড় ভাইয়ের হামলার শিকার ছোট ভাই মো. রুবেল।