1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সচেতনতা সভা - দ্বীপকন্ঠ নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন

লালমোহনে ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সচেতনতা সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯ বার পঠিত

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত উপজেলা টাস্কফোর্স কমিটি এ সভা বাস্তবায়ন করে। এ সময় বক্তারা বলেন, অবৈধ জালের ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচার-প্রচারণার কারণে বর্তমানে ইউনিয়নের অধিকাংশ জেলে বৈধ জাল ব্যবহার করছেন। এই ধারা অব্যাহত রাখতে স্ব-স্ব স্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া ইউনিয়নে ইলিশ সম্পদ উন্নয়নের যে সমস্যা রয়েছে তা চিহ্নিত করে নিরসন করা হবে। লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, ফিল্ড অফিসার মো. শরীফ হোসেন, ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মো. নূরনবী, জাতীয় মৎস্যজীবি সমিতির প্রতিনিধি মো. নিরব হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির প্রতিনিধি মো. ছালাউদ্দিন, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি বেল্লাল হোসেনসহ স্থানীয় ইউপি সদস্য, বিদ্যালয়-মাদরাসার শিক্ষক, মৎস্যজীবি এবং মৎস্য আড়তদাররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!