1. admin@dipkanthonews24.com : admin :
এমপি শাওনের উন্নয়নের চিত্র তুলে ধরে তজুমদ্দিন যুবমহিলা লীগের লিফলেট বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

এমপি শাওনের উন্নয়নের চিত্র তুলে ধরে তজুমদ্দিন যুবমহিলা লীগের লিফলেট বিতরণ

তামিম মান্নান, তজুমুদ্দিন
  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত
Spread the love

তামিম মান্নান, তজুমুদ্দিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন
তজুমদ্দিন উপজেলা যুবমহিলা লীগের নেতা-কর্মীরা।

রবিবার (০৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ভোলা ৩ আসনে আবারো নুরুন্নবী চৌধুরী শাওনকে সংসদ সদস্য হিসেবে দেখতে নৌকায় ভোট চেয়ে এই গণসংযোগ করেন তারা। তজুমদ্দিন উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক মিনা আলমের নেতৃত্বে উপজেলার শম্ভুপুর, চাঁদপুর,চাচঁড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড,হাট বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করে তারা। গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে এক পথসভায় উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মিনা আলম বলেন, বিগত সময়ে দেশে শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়ন করেছে। ভোলা ৩, লালমোহন – তজুমদ্দিনে এমপি শাওনের প্রচেষ্টায় অত্র অঞ্চলের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করণ। ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। নদী ভাঙ্গন রোধ, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক মুক্ত লালমোহন – তজুমদ্দিন। দৃষ্টিনন্দন বেড়িবাঁধ নির্মাণ,দুর্গম চরাঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার ইত্যাদি উল্লেখযোগ্য। উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে ভোলা-৩ আসনে নৌকার কান্ডারি হিসেবে দ্বীপ বন্ধু খ্যাত আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে আবারো নৌকার মনোনয়ন দিবেন বলে তিনি দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!