ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. আদিব নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দালাল বাড়ীতে এ ঘটনা ঘটে। শিশু আদিব ওই এলাকার মো. আল আমিনের ছেলে।
মৃত শিশুর দাদা মো. মাসুদ জানান, দুপুরে পরিবারের সাথে একত্রে ভাত খেয়েছিল আদিব। তখন তার সাথে আমরা অনেক মজা করেছি। ভাত খাওয়ার বেশ কিছু পর উঠানে খেলতে বের হয় আদিব। কিছুক্ষণের মধ্যে উঠানে তাকে না দেখতে পেয়ে খোঁজ করলে দেখি পানিতে ভাসছে। দ্রæত পানি থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।