মুশফিক হাওলাদার
ভোলার চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর মাদ্রাজ ফাজিল ডিগ্রী মাদরাসায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সেকসন অফিসার অজিউল্যাহ আরিফ তালুকদার। সভায় করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো. নিজাম উদ্দিন হুমায়ুন সরমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক কুচিয়ামোড়া ফাযিল মাদরাসার অধ্যাপক মো. কামরুজ্জামান। এসময় বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।