এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
মৃত স্বামীর জমি ও বাজারের ঘর ভিটা বুঝে পেতে ভোলার বোরহানউদ্দিন পৌর ৫ নং ওয়ার্ডের পশ্চিম বাজারের মৃত জাবেদ হাওলাদারের স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। তার স্বামী জাবেদ হাওলাদার মৃত হওয়ায় স্বামীর জমিসহ পচ্চিম বাজারে দোকান ঘর বুঝে পেতে শাশুড়ী আমেনা বেগম ও ভাসুর রাসেদ সহ তার জা মান্না বেগমের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন তিনি। মঙ্গলবার দুপুরে পৌ ৫ নং ওয়ার্ডে তার বাসায় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, পৌর ৫ নং ওয়ার্ডের পশ্চিম বাজারের মৃত শাহে আলমের ছেলে জাবেদ হাওলাদারের সাথে ৫ বছর আগে পারিবারিক আনুষ্ঠানিক ভাবে শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। দাম্পত্য জীবনে আবিদ হাসান জোহা নামক একটি পুত্র সন্তান রয়েছে তাদের। তার স্বামী জাবেদ হাওলাদার বোরহানউদ্দিন পৌর সভার কালেক্টর পদে চাকুরী করতেন। চাকুরীরত অবস্থায় ২০২২ সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামী জাবেদ হাওলাদারের মৃত্যু হয়।
স্বামী মৃত্যুর পর থেকেই স্বামীর সম্পত্তি আত্মসাত করতে সন্তানসহ তার উপর অমানবিক নির্যাতন চালায় উল্লেখিতরা। পুত্র সন্তান নিয়ে স্বামীর বসত ভিটায় কোন রকম চলে তার সংসার। সম্পত্তি বুঝে পেতে ও নির্যাতনের বিচার চেয়ে উল্লিখিতদের বিরুদ্ধে পৌরসভায় লিখিত অভিযোগ করে ব্যার্থ হওয়ায় বোরহানউদ্দিন থানায় নিখিত অভিযোগ করেন তিনি। বিষয়টি একাধিকবার শালিস বৈঠক হয়। সেখানে স্বামীর সম্পত্তি তাকে বুঝে দেওয়ার কথা থাকলেও বর্তমানে তার পুত্র সন্তানসহ তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সাথে প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী লাবর্নী। অন্যদিকে তার ভাসুর রাশেদ এর কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া না গেলেও তার মা আমেনা বেগম বলেন, ছেলে মৃত্যুর পর থেকেই পুত্রবধুর সাথে কোন মিল নেই। তার পরেও প্রতি মাসে পুত্রবধুকে ৪ থেকে ৫ হাজার টাকা করে দিয়ে যাচ্ছি।