1. admin@dipkanthonews24.com : admin :
বোরহানউদ্দিনে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে লাইফবয়া বিতরণী কার্যক্রম পরিদর্শন পটুয়াখালী -২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা মনপুরায় মোকাদ্দেছা-কাশেম ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান বরগুনায় কুকুর হত্যার অভিযোগে তিনজনের নামে আদালতে মামলা এমপি শাওনকে বরন করতে নাগরিক সংবর্ধনায় জনতার ঢল বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল লালমোহনে এমপি শাওনকে নাগরিক সংবর্ধনা সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতীর কল্যাণে এগিয়ে আসবে- অধ্যক্ষ আবুল হাশেম মহাজন মনপুরায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত উপকুলীয় এলাকায় দুর্যোগ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

এম এ অন্তর হাওলাদার

ভোলা বোরহানউদ্দিনে পৌর বাজারের ফল ব্যবসায়ী মোশারেফ হোসেন মশু সিকদার (৪৫) এর খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পৌরবাজার ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন। বোরহানউদ্দিন থানার সামনে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় শতাধিক নারী ও পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশ্বজিৎদে হারু হাওলাদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী হীরা, পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম রাড়ি, পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন খোয়াজ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনকে উদেশ্য করে বলেন দ্রুত মামলায় এজাহার ভুক্ত আসামিদের গ্রেফতার না করলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন চলাকালে বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব মানববন্ধনকারীদের সাথে সহমত প্রকাশ করে বলেন ইতিমধ্যে আমরা দুজন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং বাকি অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। পরে সহস্রাধিক নারী-পুরুষ সহ বিক্ষোভ মিছিলটি বাজার হয়ে উত্তর বাসস্ট্যান্ড এসে শেষ হয়।

জানা যায় নিহত ফল ব্যবসায়ীর ছোট ছেলে শান্তর সঙ্গে এক বছর আগে ঢাকায় ৩ নম্বর ওয়ার্ডের বশির পাটোয়ারীর ছেলে সুমনের বন্ধুদের ঝগড়া হয়। একপর্যায়ে তারা শান্তর কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ ৫ হাজার টাকা নিয়ে যান। এর ১ বছর পর শুক্রবার সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে পেয়ে শান্ত থাপ্পড় মারেন। এর জেরে এদিন সন্ধ্যায় শান্তকে না পেয়ে সুমন, শাহিন, সখা, কামালসহ কয়েকজন মোশারফকে হাত-মুখ বেঁধে অটোরিকশায় উঠিয়ে নিয়ে গিয়ে সুমনসহ অজ্ঞাত ২০ জন তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা আহত মোশারেফকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে মসু মারা যায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!