ভোলার লালমোহন ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আয়োজনে লালমোহন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ।
তিনি বলেন সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আওয়ামীলীগ সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ক্রীড়াবান্ধব নেত্রী। খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা ভালো থাকবে।
এমপি শাওন আরো বলেন. খেলাধুলা শুধুমাত্র আমাদের দেহমনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সাথে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন বজায় রাখে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে নিয়মিত খেলাধুলার চর্চা করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদনমোহন সহ উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।