1. admin@dipkanthonews24.com : admin :
শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ ২৪
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে-এমপি শাওন

তামিম মান্নান
  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত

তামিম মান্নান, তজুমদ্দিন

ভোলার তজুমদ্দিন উপজেলায় আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন জনগণের দোঁরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবমহিলা লীগ ৩ নং চাঁদপুর ইউনিয়ন উত্তর শাখার আয়োজনে জহির উদ্দিন সিকদার বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগের মূল শক্তি তৃনমূল। আমাদের তৃনমূলকে আরও শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়। লালমোহন তজুমদ্দিনের অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমি কাজ করে যাচ্ছি এবং অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। এক সময় লালমোহন তজুমদ্দিন ছিল অসহায় ও অবহেলিত। এখন আর লালমোহন তজুমদ্দিন অসহায় ও অবহেলিত নয়। এখন লালমোহন তজুমদ্দিনের অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখব। আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ,জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, তজুমদ্দিন উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক মিনা আলম সহ যুবমহিলা লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!