ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে উজ্জল স্মৃতি ফুটবল একাডেমি। এর মাধ্যমে শিশু কিশোরদের বিনামূল্যে দেওয়া হচ্ছে ফুটবল প্রশিক্ষণ।
উজ্জল স্মৃতি ফুটবল একাডেমির উদ্যোগে আর্থিক লেনদেন ছাড়াই প্রতিদিনই ৩০ থেকে ৪০জন শিশু কিশোর নিয়মিত অনুশীলন করছে।
এ বিষয়ে উজ্জল স্মৃতি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মতিউর রহমান কাজল বলেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিশু-কিশোররা শারিরীক সুস্থতার পাশাপাশি মাদক থেকে দুরে থাকবে এবং এই খুদে খেলোয়াড়রা একসময় জাতীয় পর্যায়ে খেলবে।
এই একাডেমির খেলোয়াড়দের জিজ্ঞেস করলে তারা বলেন, এই উজ্জল স্মৃতি ফুটবল একাডেমিতে প্রতিদিন’ই আমরা বিনামূল্যে প্রশিক্ষণ নিচ্ছি এবং আমাদেরকে উজ্জল স্মৃতি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজল স্যার আমাদের সকল স্টুডেন্টদের বিনামূল্যে জার্সি ও বুট প্রধান করেন।