1. admin@dipkanthonews24.com : admin :
কলাপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ ২৪
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লালমোহনে এক সঙ্গে ‘এক মিনিট ধরে ঘন্টাধ্বনী’ আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান সৈয়দ নাসির উদ্দিন লালমোহনে ৪ তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি শাওন মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি ও জনবলের সংকটে স্বাস্থ্যসেবা . ৬৭পদ দীর্ঘদিন শূন্য লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু মানুষের বহুমুখী উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ও বাস্তবায়ন হয়েছে-এমপি শাওন পটুয়াখালীতে ৪০০ বোতল ফেনসিডিলসহ ও ৬০ হাজার টাকা উদ্ধার আটক-০২ লালমোহনে বাদী হয়ে অভিযোগ করতে এসে আসামী হয়ে কারাগারে ঠিকাদার শাহাবুদ্দিন বাংলাদেশের যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে-এমপি শাওন তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই – এমপি শাওন

কলাপাড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০ বার পঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথম পর্যায়ে এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধণ করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে এ স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, বাংলাদেশের জনসাধারনকে একটি পরিচয় নাম্বার দেয়া শুরু হয়েছে। আগে ছিল হালকা ধরনের একটি পরিচয়পত্র। এখন দেয়া হচ্ছে একটি আধুনিক ও অত্যাধুনিক পরিচয়পত্র। এনআইডি কার্ডকে আপনারা সম্পদ হিসেবে গ্রহন করবেন। এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর গুরুত্ব রয়েছে। আগে নিবন্ধন নির্বাচন কমিশন করতো সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে তা স্বরাষ্ট্র মন্ত্রনালয় করবে।
তিনি আরো বলেন, আমরা দিচ্ছি ১৮ বছরের উর্দ্ধে নাগরিকদেরকে। এক্ষেত্রে আজকে যে শিশু জন্মাবে তার জন্ম নিবন্ধন হয়ে গেলে তাকেও কার্ডের আওতায় আনা হবে। উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

স্মার্ট কার্ড বিতরনী উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ’র মহাপরিচালক(গ্রেড-১) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য,পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) নির্বাচনী আসনের কলাপাড়া উপজেলায় দুই লাখ এক হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায় ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া কলাপাড়া উপজেলার মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে এ স্মার্ট কার্ড দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!