জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ ভোলা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি এ পদক অর্জন করেন। এ বিষয় নিশ্চিত করেন মনপুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান।
বুধবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে সদস্য সচীব হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলু। এই সময় পদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক । শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মনপুরা উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ,শিক্ষক নের্তৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধিগন, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দ।