ভোলার লালমোহন থানায় বাদী হয়ে অভিযোগ করতে এসে আসামী হয়ে কারাগারে ঢুকলেন ঠিকাদার শাহাবুদ্দিন । বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বিকালে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রহমান নোমানকে তুচ্ছ ঘটনায় অতর্কিত হামলা চালায় ঠিকাদার শাহাবুদ্দিন ও তার ছেলে হিমু । হামলা করে উল্টো থানায় অভিযোগ করতে এলে পুলিশ তাদেরকে আটক করে আদালতে প্রেরন করে ।
প্রত্যক্ষদর্শী এবং থানা সূত্রে জানা যায়, নোমানের উপর পূর্ব পরিকল্পিত ও অতর্কিতভাবে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড এলাকার ঠিকাদার শাহাবুদ্দিন ও তার ছেলের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার শিকার সাংবাদিক নোমানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে এই ঘটনায় লালমোহন থানায় মামলা করা হলে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে থানা পুলিশ।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান জানান, আসামীদেরকে দ্রুত গ্রেপ্তার করে পরদিন আদালতে প্রেরন করা হয়েছে ।
এ ঘটনায় হামলার ঘটনায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সাংবাদিকরা সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।