মাহমুদ লিটন, লালমোহন
২০২৩ সালের মাধ্যমিক সার্টিফিকেট (এস এস সি) পরীক্ষায় ভোলা জেলায় প্রথম স্থান লাভ করেন লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সোয়াইব হোসেন সোহান। সে ভোলা জেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে । সোয়াইব হোসেন সোহান ৬ষ্ট থেকে ১০ শ্রেণী লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত ছিলো।
বরিশাল বোর্ডের প্রকাশিত এস এস সি পরীক্ষা ২০২৩ এর মেধা বৃত্তির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
সোয়াইব হোসেন সোহান লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের কামাল পাটওয়ারী ও সাহিনা আক্তার দম্পতির গর্বিত সন্তান।
সোয়াইব হোসেন সোহান এর আগে ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ সহ মেধা বৃত্তি লাভ করে। বর্তমানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে মেধা যোগ্যতায় অধ্যয়নের সুযোগ পান, সে সবার কাছে দোয়া প্রার্থী।