বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি প্রতিপাদ্যে ভোলার লালমোহন হামীম রেসি: স্কুল এন্ড কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য-বিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার ক্রাইম সহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থীদেরকে দুরে রাখতে এ সভার আয়োজন করে লালমোহন থানা। কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং শিক্ষক জসিম জনির সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এসএম মাহাবুব উল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। আগামী স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব তোমরাই দিবে। তাই যোগ্য ও স্মার্ট নাগরিক হিসেবে তোমাদেরকে গড়ে উঠতে হবে। এজন্য সামাজিক যত অপরাধ, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ থেকে নিজেদেরকে দুরে রাখতে হবে। এতে করে তোমাদের বাবা মায়ের স্বপ্ন পুরনের সাথে সাথে তোমরা দেশের সম্পদ হিসেবে রুপান্তরিত হবে।