দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
বীর মুক্তিযোদ্ধা সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাজাহান কামাল মারা গেছেন।
শনিবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, মরহুমের প্রথম নামাজে জানাজা বেলা ১১ টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ।
তারপর তাকে নিয়ে যাওয়া হবে লক্ষ্মীপুরে। বাদ আসর লক্ষ্মীপুর মডেল হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌরসভার লাহারকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মার কবরের পাশে তাকে দাফন করা হবে।