তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলের নিমদী লঞ্চঘাট এলাকায় আজ বুধবার সকালে শিকারির কাছ থেকে উদ্ধারের পর অর্ধ শতাধিক পাখি অবমুক্ত করা হয়েছে। স্থানীয় ‘সেভ দি বার্ড এ্যান্ড বি’ নামে স্থানীয় পরিবশ রক্ষা অদালনর কর্মীরা তেঁতুলিয়া নদী পাড় বক, টিটি ও চা-পাখিগুলা অবমুক্ত কর।স্থানীয় সলিম মধা ও নিজাম শিকদার জানায়, সকাল উপজলার কালাইয়া বদর এলাকার মিজানুর রহমান (৪৯) ও জামাল (৪০) নাম দুই শিকারি চদ্রদ্বীপর চর এলাকায় মাছ ধরার অযুহাত জাল পত পাখিগুলা শিকার কর নকাযাগ বিক্রির উদ্দেশ্যে লঞ্চঘাট এলাকায় নিয়ে আসে। এ সময় খবর পেয়ে সেভ দি বার্ড এ্যান্ড বি নামে স্থানীয় পরিবেশ আদালনর কয়েক শিশু-কিশোর কর্মী ও উৎসুক লোকজন ছুটে যায়। বিক্রির জন্য দর দাম করতে দেখলে সেভ দি বার্ড এ্যান্ড বি’র কর্মীরা স্থানীয়দের উপস্থিতিতে অবমুক্ত করা হয় পাখিগুলা।