রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শশীভুষন বেগম রহিমা ইসলাম কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সকালে বেগম রহিমা ইসলাম কলেজ মিলনায়তনে ফুল দিয়ে নবীনদের বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ প্রশাসন।
ওরিয়েন্টেশন সভায় বেগম রহিমা ইসলাম কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শরিফুল আলম সোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য,ইব্রাহিম কাজী,রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, শশীভুষন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এনামুল হক,এওয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সালাম পাটোয়ারী, শশীভূষণ থানার যুবলীগের যুগ্ন আহবায়ক তাপস দেবনাথ,মাকসুদুর রহমান রুবেল,বাবুল শিকদার প্রমুখ।
এছাড়াও শশীভুষন থানা ছাত্রলীগের সভাপতি তারেক পন্ডিত, সাধারণ সম্পাদক মাহফুজ হাওলাদার ,বেগম রহিমা ইসলাম কলেজ ছাত্রলীগের সাবেক, সভাপতি ইমরান পাটোয়ারী, সাবেক সাধারন সম্পাদক শাকিল হাওলাদার উপস্থিত ছিলেন।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, নবীন ও প্রবীন শিক্ষার্থীরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, এখানে যারা ভর্তির হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভাল শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনও রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহবান জানান বক্তারা।
এছাড়াও সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।