তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। নাজিরপুর ইউপির চেয়ারম্যান এস এম মহসীনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃবশির গাজী, বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ, মদনপুরা ইউপির চেয়ারম্যান গোলাম মস্তফা, দাসপাড়া ইউপির চেয়ারম্যান এএনএম জাহাঙ্গির হোসেন, বাউফল সদর ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমূখ উপস্তত ছিলেন। সভা শেষে ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান এস এম মহসীনের যৌথ অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডের ৩৫ জন হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।