রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চরফ্যাশন থানা পুলিশ মেঘনায় ভাসমান অবস্থায় শিশুর মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতুয়ার নতুন স্লুলিজ এলাকায় মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে অজ্ঞাত পরিচয়ের তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ভাসতে দেখে ঘাটের জেলেরা স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা শিশুর পরিচয় সনাক্ত করতে না পেরে চরফ্যাশন থানা পুলিশকে খবর দেন। পরে চরফ্যাশন থানা পুলিশ সন্ধ্যায় শিশুর মরদেহটি উদ্ধার করেন।
চরফ্যাশন থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নদীতে ভাসমান অবস্থায় শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তৎক্ষনিক শিশুর নাম পরিচয়র জানা যায়নি।
Related