জাহিদ দুলাল, লালমোহন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তথা ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়নের পক্ষে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যার পর বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ (উত্তর) ও আওয়ামী যুবলীগ (উত্তর) এর যৌথ আয়োজনে বিশাল উন্নয়ন শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি দেবীরচর দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে আওয়ায়ামীলীগ অফিসে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সানাউল্লাহ মাষ্টার ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসাদ মেলকার।
বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের চলমান উন্নয়ন ধারা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানানোর পাশাপাশি আওয়ামী লীগ তথা এমপি শাওনের বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দিতে সকলকে প্রস্তুত থাকতে হবে বলেও উল্লেখ করেন।