মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট. মো. জাবির হোসেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন সোহেলের সঞ্চালনায় সকাল ১০টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমার মরহুম পিতা হাজী মো. আ. মজিদ মিয়া ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একান্ত সহচর। বঙ্গবন্ধু ও পিতার আদর্শ অনুসরণ করে আমি আয়ামীলীগের রাজনীতি করে আজ আমি পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সামাজিক কর্মকান্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকের্মী আমার সাথে আছেন। আশা করি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মুল্যয়ন করবেন। এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত দক্ষিণের এই জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।