মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের উদ্যোগে ২০২৩ সনে ভর্তিকৃত একাদশ শ্রেনীর ছাত্রীদের বরন করে নিয়ে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ মাঠে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীন বরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের সহকারী গ্রন্থগারিক মোঃ সীমান্ত হেলল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ,বিশেষ অতিথি ও নবাগত একাদশ শ্রেনীর ছাত্রীদের প্রথমে ফুল দিয়ে বরন করে নেন কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীরা। অনুষ্ঠান শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সদস্য ও ছাত্রী অভিবাবক মোঃ মফিজুল ইসলাম, ও মোঃ নেছারউদ্দিন।
এই সময় কলেজের সকল শিক্ষক,ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।